স্যান্ডউইচ দিতে দেরি করায় ওয়েটারকে গুলি করে হত্যা
১৮ আগস্ট ২০১৯ ০৯:৪৯
ঢাকা: ক্ষুধাপেটে রেস্তোরাঁয় ঢুকে স্যান্ডউইচের অর্ডার দিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সময়মতো স্যান্ডউইচ দিতে না পারায় সেই রেস্তোরাঁর ওয়েটারকে গুলি করে হত্যা করেছেন ওই ক্রেতা।
শুক্রবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স এসে ওয়েটারকে হাসপাতালে ভর্তি করে। কিন্তু কাঁধে গুলি লেগে গুরুতর জখম হওয়ায় শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে খুনি পালিয়েছেন। তাকে এখনও আটক করা যায়নি।
ওই ওয়েটারের সহকর্মীরা জানিয়েছেন, তার খাবারের জন্য অর্ডার দেওয়া স্যান্ডেউইচ প্রস্তুত হতে সময় লেগেছিল। এই কারণে তিনি রাগান্বিত হয়ে পড়েছিলেন। পরে তার কাছে থাকা পিস্তল দিয়ে গুলি করে বসেন। এ ঘটনার পরপরই ওই ক্রেতা রেস্তোরাঁ ছেড়ে পালিয়ে যান।
এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্সের গণমাধ্যমকে এক নারী বলেন, ‘সত্যি খুব দুঃখজনক। ওই রেস্তোরাঁটি নিরিবিলি ছিল, সেখানে কোনো সমস্যা ছিল না। কয়েকমাস আগে এটি চালু করা হয়েছিল। খবর: বিবিসি।