আত্মঘাতী কর্মকাণ্ডে জেলে যাচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা: মেয়র নাছির
১৭ আগস্ট ২০১৯ ২১:৫৭
চট্টগ্রাম ব্যুরো: আত্মঘাতী কর্মকাণ্ডের কারণে দলের নেতাকর্মীরা মামলার আসামি হয়ে জেলে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি আত্মঘাতী পথ পরিহার করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মেয়র এসব কথা বলেছেন। সভায় সভাপতিত্ব করে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমি নেতাকর্মীদের প্রতি সম্মান রেখে বলছি, আজ যারা বিভিন্ন মামলার আসামি হয়ে জেলে যাচ্ছেন, সবাই আত্মঘাতী কর্মকাণ্ডের ফলশ্রুতিতে যাচ্ছেন। আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠনের একজন নেতাকর্মীও বিএনপি-জামায়াতের কোনো মামলার আসামি হয়ে জেলে যাচ্ছেন না।’
নেতাকর্মীদের উদ্দেশে মেয়র বলেন, ‘আমরা ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে একজন আরেকজনের বিরুদ্ধাচরণ করছি। সংগঠনকে প্রশ্নবিদ্ধ করে তুলছি। আমি আওয়ামী লীগ করি, আপনিও আওয়ামী লীগ করেন। আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, আপনিও করেন। অথচ আমরা ব্যক্তিস্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছি। এতে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
নেতাকর্মীদের উদ্দেশে মেয়র আরও বলেন, ‘মনে রাখবেন, দল ক্ষমতায় আছে বলেই আপনারা নির্বিঘ্নে রাতে বাড়িতে ঘুমাতে পারছেন। দল ক্ষমতায় আছে বলেই বুক ফুলিয়ে পথ চলতে পারছেন। আমাদের সবাইকে সংকীর্ণতার পথ পরিহারকে করতে হবে। আসুন শপথ নিই, আজ থেকে আর আত্মঘাতী কোনো কাজে জড়াব না। আদর্শ নিয়ে রাজনীতি করব। আমি সাধারণ সম্পাদক আছি কি নেই, সেটা বড় কথা নয়। দল যদি ক্ষমতায় থাকে, সেটাই হবে আমাদের বড় পাওয়া।’
তিনি বলেন, ‘আমরা নগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আমরা কারও পক্ষে নই। আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে, আমাদের চিন্তার মধ্যে ভিন্নতা থাকতে পারে। কিন্তু আমরা সবাইকে নিয়ে দলকে এগিয়ে নিতে চাই।’
বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে নিচ্ছেন মন্তব্য করে আ জ ম নাছির বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর বয়স এখন ৭৪ বছর। এই মেয়াদ শেষে উনার বয়স হবে ৭৮ বছর। এরপরের নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে দলকে ক্ষমতায় নিতে হবে। ২০৪১ সালে উনার বয়স হবে ৯৬ বছর। এই দেশকে সুখি, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী যেন ৯৬ বছর বয়স পর্যন্ত সুস্থ থাকেন, সেই কামনা আমরা করছি। ২০৪১ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাই।’
একই সভায় মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। কিন্তু সব আসামির সাজা কার্যকর করা যায়নি। দেশ এখনও বিপদমুক্ত হয়নি। আমাদের দলের ভেতরে-বাইরে শত্রু কিলবিল করছে। আমাদের সামনের দিনগুলো আরও কঠিন। সে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকতে হবে।’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈমউদ্দিন চৌধুরী, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান ও হাসান মাহমুদ হাসনী, আইন সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর এতে বক্তব্য রাখেন।