Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদার টাকায় এরশাদের ‘চল্লিশা’


১৭ আগস্ট ২০১৯ ২১:০৮ | আপডেট: ১৮ আগস্ট ২০১৯ ১২:০১

ঢাকা: জাতীয় পার্টির তহবিলে টাকা নেই। তাই চাঁদা তুলে পার্টির সদ্যপ্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চল্লিশায় গণভোজের আয়োজন করা হচ্ছে। আর এ জন্য পার্টির প্রত্যেক প্রেসিডিয়াম সদস্য ও এমপিকে এক লাখ টাকা করে চাঁদা দিতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) জাপার বনানীর কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের যৌথ সভায় এ চাঁদা নির্ধারণ করা হয় বলে বৈঠকে উপস্থিত দায়িত্বশীল এক সূত্রে জানা গেছে। বৈঠকে ৫৫ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ১৫ জন এবং ২২ জন এমপির মধ্যে ৫ জন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে এরশাদের প্রেস সেক্রেটারি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বলেন, ‘পার্টির ফান্ডে টাকা থাকতেও পারে, নাও পারে। তবে বৈঠকে পার্টির প্রত্যেক প্রেসিডিয়াম সদস্য ও এমপির এক লাখ টাকা চাঁদা নির্ধারণ করা হয়েছে। যে পারবে সে দেবে। আর যে পারবে না সে দেবে না।’

তিনি আরও বলেন, ‘বন্যার্তদের মাঝে ত্রাণ কার্যক্রমও পার্টির সদস্যদের চাঁদার টাকায় চলেছে। তবে এবারের চাঁদার টাকা শুধুমাত্র ঢাকা ও রংপুরের গণভোজ আয়োজনে ব্যয় হবে। কিন্তু পার্টির পক্ষে দেশের অন্যান্য জেলাগুলোর গণভোজের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।’

এদিকে বৈঠকে উপস্থিত দায়িত্বশীল সূত্র জানায়, এরশাদের শূন্য আসনে উপনির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়। আলোচনায় শূন্য আসনে মনোনয়নের জন্য শাদ এরশাদের নামটি উঠে আসে। এছাড়া বৈঠকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে জি এম কাদেরের নাম প্রস্তাব করা হয়। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

এছাড়াও দায়িত্বশীল সূত্র জানায়, টাকার অভাবে এরশাদের শেষ দিকের চিকিৎসাও বাধাগ্রস্থ হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বৈঠকের পর দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ বলেন, ‘আগামী ২৩ আগস্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর চল্লিশ দিন অতিবাহিত হবে। ওই দিন হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী। আর এই দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। তাই ২৩ আগস্টের পরিবর্তে আমরা ৩১ আগস্ট হুসেইন মুহাম্মদ এরশাদের চল্লিশা পালন করব। ’

মসিউর রহমান রাঙ্গাঁ আরও বলেন, ‘বিরোধী দলীয় নেতা এবং রংপুর-০৩ আসনের উপনির্বাচনের প্রার্থী নির্ধারণ দলের গঠনতন্ত্র অনুযায়ী হবে। ’

গণভোজ চল্লিশা চাঁদা হুসেইন মুহম্মদ এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর