Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭ বছরেও মেনন হত্যাচেষ্টার বিচার না হওয়ায় ক্ষোভ


১৭ আগস্ট ২০১৯ ২০:৩২

চট্টগ্রাম ব্যুরো: ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে হত্যাচেষ্টার বিচার ২৭ বছরেও না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির চট্টগ্রামের নেতারা। শনিবার (১৭ আগস্ট) বিকেলে নগরীর দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে ওয়ার্কার্স পার্টি ঘোষিত ‘সন্ত্রাস বিরোধী দিবসের’ কর্মসূচিতে নেতারা ক্ষোভ জানান।

১৯৯২ সালে রাজধানীতে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীরা ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেননের ওপর গুলি চালায়। আহত অবস্থায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) নেওয়া হয়। পরে বিদেশ গিয়ে উন্নত চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি ফিরে আসেন।

বিজ্ঞাপন

দিনটির ২৭তম বার্ষিকীতে চট্টগ্রামে আয়োজিত আলোচনা সভায় দলটির নেতারা বলেন, ‘কমরেড মেননকে সন্ত্রাসের মাধ্যমে যারা স্তব্ধ করতে চেয়েছিল, তারা এদেশের মেহনতি মানুষের সংগ্রামকে প্রকারান্তরে স্তব্ধ করতে চেয়েছিল। সেদিন সমগ্র জাতি মেননকে হত্যাচেষ্টার প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মেননকে হত্যাচেষ্টার বিচার গত ২৭ বছরেও কোনো সরকার করেনি। এমনকি এই ঘটনার তদন্তও সঠিকভাবে হয়নি।’

জঙ্গিবাদ ও শোষণমুক্তির লড়াইয়ে জনগণকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে নেতারা বলেন, ‘জঙ্গিবাদ ঠেকাতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে হবে। দেশে আজ নানাভাবে জঙ্গিবাদের বিকাশ ঘটছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে আদর্শিক লড়াই তৃণমূল থেকে গড়ে তুলতে হবে।’ বক্তারা ১৯৭২ সালের মূল সংবিধানে বর্ণিত চার মূলনীতির ভিত্তিতে একটি শোষণমুক্ত, সমতা ও ন্যায্যতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু হানিফের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা কমিটির সদস্য দিদারুল আলম চৌধুরী, মনসুর মাসুদ, সাবেক যুবমৈত্রী নেতা সুপায়ন বড়ুয়া, শিবু দাশ, মো. মহসিন, খোকন মিয়া ও আশীষ ভৌমিক।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘোরেন নেতাকর্মীরা।

ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর