‘ক্ষমতার দাপটে নয়, জনগণের রায়ে সিটিতে জিততে হবে’
১৭ আগস্ট ২০১৯ ২০:১৬ | আপডেট: ১৭ আগস্ট ২০১৯ ২১:২৪
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কয়েক মাস পর সিটি করপোরেশন নির্বাচন। জোর করে ক্ষমতার দাপট দেখিয়ে শেখ হাসিনা নির্বাচনে জিততে চান না। আমরা জনগণকে খুশি করে জনগণের রায় নিয়ে নির্বাচিত হতে চাই। কেউ যদি ভাবেন আমরা ক্ষমতায় আছি, আমি তো জিতেই যাব। তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন।
শনিবার (১৭আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস এখনও শেষ হয়নি। সামনে ২১ শে আগস্ট। আমাদের অস্তিত্বের জন্য, ষড়যন্ত্রের বিরুদ্ধে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমাদের নেত্রীর হাত তত শক্তিশালী হবে। ’
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘কয়েক মাস পর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। জোর করে ক্ষমতার দাপট দেখিয়ে শেখ হাসিনা নির্বাচনে জিততে চান না। আমরা জনগণকে খুশি করে জনগণের রায় নিয়ে নির্বাচিত হতে চাই। তাই নেতৃবৃন্দ যারা আছেন, প্রতিনিধি যারা আছেন, আপনারা ক্ষমতায় আছেন বলে কেউ যদি ভাবেন, আমি তো জিতেই যাব। তাহলে বোকার স্বর্গে বাস করছেন। আপনাদেরকে জনগণের মন জয় করে জনগণের ভোটেই নির্বাচিত হতে হবে। সিটি করপোরেশন নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে।’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে তা অব্যাহত রাখারও পরামর্শ দেন তিনি। এবিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গু এমন কোনো শক্তিশালী বিষয় নয়, এডিস মশা যত ভয়ংকরই হোক, মানুষের চেয়ে শক্তিশালী নয়। কাজেই আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে এই ডেঙ্গুর এডিসকেও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা বীরের জাতি, অতীতে প্রমাণ করেছি। লড়াই করে যেকোনো শক্তিকে আমরা পরাজিত করতে পারি। এই মরণব্যাধিকেও আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করব। এই শপথ সকলকে নিতে হবে।’
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘যেকোনো অবস্থায় নিজেদের ঐক্যকে সংহত রাখবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। এখনও চোখের অবস্থা পুরোপুরি স্বাভাবিক নয়। নেত্রীর হাতকে শক্তিশালী করতে তাঁর নির্দেশনায় সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাব, এটাই হোক আমাদের শপথ।’
বিএনপি-শাসনামলের দুঃশাসন ও জাতির পিতার হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যোগসূত্রতার বিভিন্ন দিক তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বাঙালি জাতির ললাটকে কলঙ্কমুক্ত করতে এই সব প্রশ্নের জবাব দিতে হবে। নেতিবাচক ধ্বংসাত্মক রাজনীতি করতে করতে আপনারা ভুলের চোরাবালিতে এসে নিজেরাই নিজেদের শূন্য করে দিচ্ছেন। আওয়ামী লীগ আপনাদের শূন্য করতে যায়নি। ’
‘আপনাদের দেখলে মনে হয় শিল্পী জয়নুলের সেই বিখ্যাত ছবি- কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো। কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো বিএনপি আটকে আছে রাজনীতির কাদায়। এই কাদা থেকে বেরুতে হলে আপনাদের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। নেতিবাচক রাজনীতি, খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, জঙ্গিবাদ-পৃষ্ঠপোকষকতার রাজনীতি, দুর্নীতি ও লুটপাঠের রাজনীতি- এসব থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের জনগণ আপনাদের সঙ্গে নেই। আপনি নির্বাচিত হয়েও নিজের আসন শূন্য করে দিলেন। আপনি তো শূন্য হবেনই।’
দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘এখনও ষড়যন্ত্র চলছে। এখনও বাতাসে চক্রান্তের গন্ধ আছে। আমরা জানি, তাদের প্রাইম টার্গেট এখনও বঙ্গবন্ধুর কন্যা। যিনি দেশে-বিদেশে সমাদৃত, প্রশংসিত। জনপ্রিয় জননন্দিত নেতা হিসাবে সুপ্রতিষ্ঠিত। কিন্তু শেখ হাসিনার প্রশংসা শুনলে আপনাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। ’
ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সহ-সভাপতি শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।
ওবায়দুল কাদের ক্ষমতা টপ নিউজ ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ