দিল্লির অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ভবনে আগুন নিয়ন্ত্রণে
১৭ আগস্ট ২০১৯ ১৮:২৯ | আপডেট: ১৭ আগস্ট ২০১৯ ২০:০১
ঢাকা: নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। খবর এনডিটিভি।
ওই ভবনের জরুরি বিভাগের কাছাকাছি আগুন লাগে। সেখান থেকে লোকজনদের সরিয়ে নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, ভবনের নিচ তলাতে আগুন লাগে। আগুনের ধোঁয়া ওপর তলাতেও ছড়িয়ে পড়েছে।
ভারতের কেন্দ্রীয় অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী এই হাসপাতালে চিকিৎসাধীন। তবে তিনি হাসপাতালের অন্য ভবনে ভর্তি রয়েছেন।
অরুণ জেটলি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে গত ৯ আগস্ট থেকে ভর্তি রয়েছেন।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। আমরা সবাই শান্তিপূর্ণভাবে তাদেরকে সহযোগীতা করতে পারলেই পরিস্থিতি মঙ্গলের দিকে যাবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ আগুনে হতাহতের ঘটনা ঘটেনি এবং আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণে এসেছে।