Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২২ বছর পর ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেফতার


১৭ আগস্ট ২০১৯ ১৭:৪৩ | আপডেট: ১৭ আগস্ট ২০১৯ ২১:১৪

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ২২ বছর পর গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

শনিবার (১৭ আগস্ট) ভোরে পাবনা জেলার ফরিদপুর থেকে আসামি সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ১৯৯৭ সালে শাহজাদপুর উপজেলার রাউতারা গ্রামের সিদ্দিকুর রহমান উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার সাথী নামের একজনকে গার্মেন্টসে চাকরি দেওয়াার কথা বলে ঢাকায় নিয়ে যান। সেখানে সিদ্দিকুর রহমান কয়েকদিন আটকে রেখে সাথী খাতুনকে ধর্ষণ করেন ও পরে হত্যা করে লাশ গুম করেন।

পরে নিহত সাথী খাতুনের মা জোবেদা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। আদালত দীর্ঘ শুনানি শেষে ২০১২ সালে অভিযুক্ত পলাতক আসামি সিদ্দিকুর রহমানকে সাথী খাতুনকে ধর্ষণ ও হত্যার দায়ে যাবজ্জীবন সাজা দেন। তবে ওই ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

সম্প্রতি তার অবস্থান সনাক্তের পর শনিবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

কিশোরী ধর্ষণ ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর