Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বোমা হামলাকারী জঙ্গিগোষ্ঠীর চক্রান্ত রুখে দিন’


১৭ আগস্ট ২০১৯ ১৬:৪৯

ঢাকা: ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলাকারী জঙ্গি গোষ্ঠীর চক্রান্ত এখনো চলছে দাবি করে তা রুখে দিতে নেতাকর্মীদের সতর্ক প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন উর রশিদ।

শনিবার (১৭ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে পাঁচ শতাধিক স্থানে সিরিজ বোমা হামলার প্রতিবাদ সভায় তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

সিরিজ বোমা হামলাকারীদের চক্রান্ত চলছেই দাবি করে যুবলীগ সাধারণ সম্পাদক হারুন উর রশিদ চক্রান্তকারীদের বিরুদ্ধে যুবলীগ নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘রক্ত দিয়ে হলেও সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। এই আগস্ট মাসেই খুনিরা জাতির পিতার পরিবারকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকেও হত্যা চেষ্টা করেছে। হত্যাকারীরা যেন সফল না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে বঙ্গবন্ধু এভিনিউ থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি।

প্রতিবাদ সভায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরণ, আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, ঢাকা উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন রানাসহ অন্যরা বক্তব্য দেন।

১৭ আগস্ট আওয়ামী লীগ সিরিজ বোমা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর