কাশ্মির সীমান্তে আরও এক ভারতীয় সেনা নিহত
১৭ আগস্ট ২০১৯ ১৬:৩০ | আপডেট: ১৮ আগস্ট ২০১৯ ০৯:২৩
জম্মু-কাশ্মিরের রাজৌরি সীমান্তের নওসেরা সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে আরও এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। নিহত সেনাসদস্য হলেন ল্যান্স নায়েক সন্দীপ থাপা (৩৫)। তিনি দেহরাদুনের বাসিন্দা।
শনিবার (১৭ আগস্ট) এই ঘটনা ঘটে বলে দ্য হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়। ভারতের প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ এক বিবৃতিতে সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
দেবেন্দর আনন্দ বলেন, নিহত সেনা সন্দীপ থাপা ১৫ বছর ধরে সেনাবাহিনীতে সেবা দিচ্ছেন। তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা। জাতি তার ঋণ ও আত্মত্যাগ স্মরণ রাখবে।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্ত রেখায় পাকিস্তানি সেনাবাহিনী মর্টার সেল নিক্ষেপ ও গুলি চালাচ্ছে বলে অভিযোগ ভারতের। তবে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে একই কথা বলছে।
পাকিস্তানের দেওয়া তথ্যমতে, এ পর্যন্ত কাশ্মির সীমান্তে দুপক্ষের গোলাগুলিতে ৪ পাকিস্তানি ও ৬ ভারতীয় সৈন্যের মৃত্যু হয়েছে। তবে ভারত মাত্র ১ সৈন্যের হতাহতের কথা নিশ্চিত করল।