প্রতিপক্ষের আগেই পরমাণু বোমা ছুড়বে ভারত!
১৭ আগস্ট ২০১৯ ১৪:২৮ | আপডেট: ১৮ আগস্ট ২০১৯ ০৯:২৩
ভারতের প্রতিরক্ষা নীতিতে পরমাণু বোমার ক্ষেত্রে একটা কথা প্রচলিত ছিল। সেটা হলো ‘নো ফার্স্ট ইউজ’। অর্থ্যাৎ কারও সঙ্গে যুদ্ধে জড়ালে ভারত আগ বাড়িয়ে পরমাণু বোমা ছুড়বে না। প্রতিপক্ষ বোমায় আঘাত হানলেই নিজেদের পারমাণবিক শক্তি দেখাবে দেশটি।
তবে এই নীতির পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পরমাণু শক্তিধর ভারত-পাকিস্তানের বৈরিতার মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি। খবর হিন্দুস্থান টাইমসের।
শুক্রবার (১৬ আগস্ট) ছিল বিজেপি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রথম মৃত্যুবার্ষিকী। এদিন টুইট করেন রাজনাথ সিং। টুইটে তিনি ভারতের পরমাণু কর্মসূচিস্থল পোখরান ও অটল বিহারী বাজপেয়ী প্রসঙ্গ তুলে আনেন।
রাজনাথ সিং টুইটে লেখেন, ভারতকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে অটল বিহারী বাজপেয়ীর অবদান পোখরান সাক্ষী। ভারত পরমাণু বোমা আগে ব্যবহার না করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ভবিষ্যৎ নির্ভর করছে পরিস্থিতির ওপর।
আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষ এবিষয়ে কিছু বলেনি। তবে প্রতিরক্ষা বিষয়ে বিজেপি সরকারের সিদ্ধান্তে বদল আসতেই পারে যেকোনো সময়।