Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের বলি ২ বছরের শিশু


১৭ আগস্ট ২০১৯ ১৪:৫০

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওড় উপজেলা অষ্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওয়াসিম নামে দুই বছরের শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ আগস্ট) সকালে অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের ডালারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওয়াসিম ওই গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, বাড়ির জায়গা নিয়ে স্থানীয় আব্দুর রাজ্জাকের সঙ্গে শিশুটির বাবা আব্দুল ওয়াদুদ মিয়ার বিরোধ ছিল। এর জের ধরে আব্দুর রাজ্জাকসহ তার ছেলেরা ঘরে একা পেয়ে শিশু ওয়াসিমকে গলা কেটে হত্যা করে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ আব্দুর রাজ্জাক, আলকাছ মিয়া, সাইফুল, সৃজন ও কাউস নামে পাঁচজনকে আটক করে।

শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে সহকারী পুলিশ সুপার বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ সত্যি হলে দোষীরা যথাযথ শাস্তি পাবেন।

জমি নিয়ে বিরোধ টপ নিউজ শিশু হত্যা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর