বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
১৭ আগস্ট ২০১৯ ১২:৫৪ | আপডেট: ১৭ আগস্ট ২০১৯ ১২:৫৮
মাগুরা: মাগুরার শ্রীপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৭ আগস্ট) সকালে মাগুরা-শ্রীপুর সড়কের বরিষাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জিয়াউর রহমান।
শ্রীপুর থানার উপপরিদর্শক শ্যামা প্রসাদ বিশ্বাস জানান, জিয়াউর রহমান ও শামসুজ্জামানের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার কালুখালী গ্রামে। সেখান থেকে মোটরসাইকেলযোগে তারা যশোর যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে মোটরসাইকেলটি বরিষাট এলাকায় পৌঁছলে উল্টোদিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক জিয়াউর রহমান মারা যান। গুরতর আহত অবস্থায় আরেক আরোহী শামসুজ্জামানকে মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
বাসটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: পিকনিক থেকে ফেরার পথে প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর