কুমিল্লায় ৩৪, বগুড়ায় ২৪ নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে
১৭ আগস্ট ২০১৯ ১২:০৭ | আপডেট: ১৭ আগস্ট ২০১৯ ১২:১৪
কুমিল্লা ও বগুড়া: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আরও বেড়েছে কুমিল্লা ও বগুড়াতে। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৪ জন। বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হওয়া এমন রোগীর সংখ্যা ২৪।
শনিবার (১৭ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৭৭৬ জন। এর মধ্যে ১২৪ জন এখনো চিকিৎসাধীন। অন্যদিকে, বগুড়ায় মোট ৬৪৮ জন ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছিলেন বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৪২ জন ডেঙ্গু রোগী।
কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, তার জেলায় ৬৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। এই জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বর্তমানে যে ১২৫ জন চিকিৎসাধীন, তাদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
এদিকে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের আলাদা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেড সংখ্যা সীমিত হওয়ায় হাসপাতালের মেঝেতেও রোগী রাখতে হচ্ছে বলে জানান সিভিল সার্জন।
বগুড়া সিভিল সার্জন সূত্রে জানা গেছে, জেলার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১০৮ জন, মোহাম্মদ আলী হাসপাতালে সাত জন, টিএমএসএস হাসপাতালে ১২ জন, সামসুন্নাহার ক্লিনিকে তিন জন, ডক্টরস ক্লিনিক-২-এ দুই জন, সিটি ক্লিনিকে একজন, ইনডিপেন্টডেন্ট হাসপাতালে একজন, আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় জন ও সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনসহ মোট ১৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন কার্যালয় আরও বলছে, গত ২০ জুলাই থেকে শনিবার পর্যন্ত জেলার ৬৪৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়। এর মধ্যে ৫০৬ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল টপ নিউজ ডেঙ্গু রোগী ডেঙ্গুর নতুন রোগী মোহাম্মদ আলী হাসপাতাল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল