Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত


১৭ আগস্ট ২০১৯ ০৪:২৮

ময়মনসিংহ: ময়মনসিংহে ট্রাকের নীচে চাপা পড়ে একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শম্ভুগঞ্জের ঝাউগড়া মোড়ে শুক্রবার (১৬ আগস্ট) রাতে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ট্রাফিক পুলিশ কনস্টেবলের নাম রবি চৌধুরী। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জের কয়রাপাড়া গ্রামে।

স্থানীয় থানার পুলিশ জানিয়েছে,  শুক্রবার রাত ১০টার দিকে ময়মনসিংহ সদরের পরানগঞ্জ বাজার থেকে বাঁশ বোঝাই করে একটি ট্রাক রাজশাহী যাচ্ছিল। পথে ঝাউগড়া মোড়ে দায়িত্বরত পুলিশ কনস্টেবল রবি চৌধুরী ট্রাকটিকে দাঁড়াতে বললে চালক না দাঁড়িয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ওই সময় ট্রাকটি দায়িত্বরত কনস্টেবল রবি চৌধুরীর পায়ের উপর উঠে গেলে তিনি রাস্তায় পড়ে যান। স্থানীয়রা গুরুতর আহত রবি চৌধুরীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তিরত অবস্থায় রাত ১১টার সময় তিনি মারা যায়।

তারা এসময় ট্রাক চালক শাহজাহানকে আটক করে পুলিশে সোপর্দ করে।

রবি চৌধুরীর খবর পেয়ে পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ উর্ধতন কর্মকর্তারা তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। রবি চৌধুরীর মৃত্যুর খবরে পুলিশ বাহিনীর সদস্যসহ পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

কনস্টেবল ঝাউগড়া মোড়ে ট্রাক চালক ঢাকা-ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর