Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বস্তির ৩ হাজার ঘর পুড়ে ছাই


১৬ আগস্ট ২০১৯ ২৩:২৯ | আপডেট: ১৬ আগস্ট ২০১৯ ২৩:৩০

বিশাল এলাকা জুড়েথাকা বস্তিটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আস্ত নেই ৩ জাহার ঘর-বাড়ির কোনোটি। বস্তিটি এখন রূপ নিয়েছে ধ্বংসস্তূপে। পড়ে আছে কেবল কয়েকটা পোড়া টিন, কাঠ ও বাঁশ। রাজধানী মিরপুরের ৭ নম্বর সেকশনের চলন্তিকা মোড়ের ঝিলপাড় বস্তিতে আগুন লেগে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ১০টা ২৩ মিনিটে বস্তিটির এমন চিত্র দেখা গেছে। এর আগে রাত ১১টার দিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদ সারাবাংলাকে আগুন নিয়ন্ত্রণের খবর নিশ্চিত করেন। প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ধ্বংসস্তূপ দেখছেন আর আহাজারি করছেন বস্তির বাসিন্দারা।

এছাড়া স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বস্তিটিতে থাকা অধিকাংশ মানুষ পাশের রিও ফ্যাশন, রিও ডিজাইন ও জিতা গার্মেন্টসের কর্মী ছিলেন।

জানা যায়, ঝিলপাড় বস্তিতে হাজার পাঁচেক মানুষের বসবাস। স্থানীয়রা জানিয়েছেন, এখানকার বাসিন্দাদের বেশিরভাগই পোশাককর্মী, যারা ঈদের ছুটিতে গ্রামের ছিলেন। লোকজন কম থাকায় হতাহতের পরিমাণ কম হয়েছে।

৩ হাজার ঘর আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর