Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুকুরে ভেসে উঠলো নিখোঁজ ব্যক্তির মরদেহ


১৬ আগস্ট ২০১৯ ১৬:৩৪

কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌরসভার কামারপাড়ার একটি পুকুর থেকে সুলতান আলী (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা থানা জানান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।

সুলতানের বাড়ি পুকুরটির পাশেই। তার পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকেল ৫টার দিকে সুলতান বাড়ি থেকে বের হয়ে যান, আর ফিরে আসেননি। অনেক খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ পুলিশ একটি মরদেহ উদ্ধার করে, আমরা দেখি মরদেহটি সুলতানের।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল রায় জানান, সুলতান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত করে বলা যাবে।

নিখোঁজ মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর