Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু রোগী, নতুন ভর্তি ৪৬


১৬ আগস্ট ২০১৯ ১৩:৫৫

কুমিল্লা: কুমিল্লার হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান সারাবাংলাকে এসব তথ্য জানান।

তিনি জানান, এখন পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ৭৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হলেও বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৪২ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৬০০ জন। তবে এই পর্যন্ত ডেঙ্গুতে কোন রোগীর মৃত্যু হয়নি।

এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া হাসপাতালে বেড সংখ্যা সীমিত হওয়ায় রোগীদের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

কুমিল্লা নতুন ভর্তি ৪৬ জন বাড়ছে ডেঙ্গু রোগী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর