Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুটানে মমর হিন্দি সিনেমার শুটিং শুরু


১৬ আগস্ট ২০১৯ ১১:৫৩ | আপডেট: ১৬ আগস্ট ২০১৯ ১২:৩৪

ছবির শুটিংয়ে ভুটানে অবস্থান করছেন মম। ছবি: ফেসবুক

বছর খানেক আগে শোনা গিয়েছিল জাকিয়া বারী মম হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন। তখন সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ চর্চা হয়। তারপর এক সময় এটি নিয়ে আলোচনা থেমে যায়। ছবির শুটিংয়েরও কোনো খবর পাওয়া যাচ্ছিল না।

তবে এবার জানা গেলো নতুন খবর। ভুটানে শুরু হয়েছে মমর হিন্দি ফিচার সিনেমার দৃশ্যধারণের কাজ। ফয়সাল সাইফ প্রযোজিত ‘ম্যাক্স কী গান’ নামের ছবিটি পরিচালনা করছেন সামির খান।

এটি মূলত সাইকো থ্রিলার ছবি। মম অভিনয় করছেন ভারতীয় সিবিআই অফিসারের চরিত্রে। ছবির কাহিনীতে দেখা যাবে, একজন ধনকুবের মনে করেন; টাকার দ্বারা সবকিছু সম্ভব হয়। এমনকি এটাও মনে করেন যে, টাকা থাকলে জীবিত মানুষকেও বাঁচিয়ে রাখা যায়। তাই তিনি তার ছোট ভাইয়ের মৃত্যুর পর তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেন। আইনের চোখে এটি একটি অপরাধ। মম সেই ধনকুবেরের এমন অপরাধ রোধে ত্রাতা হিসেবে আবির্ভূত হন।

‘ম্যাক্স কী গান’ সিনেমার প্রমো পোস্টার। ছবি: ফেসবুক


সারাবাংলাকে ছবির প্রযোজক ফয়সাল সাইফ বলেন, মমকে নিয়ে কাজ করার ইচ্ছা অবশেষে পূরণ হলো। তিনি দারুণ অভিনয় করেন। বাংলাদেশি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। এই ছবিতে তিনি একজন লেডি সিংহামরূপে দেখা দেবেন।

এর আগে ফয়সাল সাইফের একটি ছবিতে অভিনয় করেছিলেন বাংলাদেশি নায়ক নিরব। তবে শুটিং পরবর্তীতে ফয়সাল ও নিরবের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ফয়সাল অভিযোগ করেছিলেন, ‘শয়তান’ নামের সেই ছবিটি বাংলাদেশে মুক্তির বিষয়ে নিরব সাহায্য করতে চাইলেও তা করেননি। তবে নিরব তার করা অভিযোগ তখন ভিত্তিহীন বলেছিলেন।

এদিকে জানা গেছে, ‘ম্যাক্স কী গান’ ছবিটি মূলধারার বলিউড ছবি নয়। এটি তৃতীয় শ্রেণীর একটি সিনেমা। নামমাত্র বলিউড ছবি। সেই অর্থে বলিউড ছবি বলা যাবে না।

বিজ্ঞাপন

এই ছবিতে আরও অভিনয় করছেন ভুটানের অভিনেতা সোনম পিঞ্জর, কবিতা রাধেশ্যাম, নিশাত পাণ্ডে, অমিতাসহ আরও অনেকে। ছবির গল্প লিখেছেন ফয়সাল সাইফ ও সামির খান।

জাকিয়া বারী মম ফয়সাল সাইফ ম্যাক্স কী গান সামির খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর