Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৩৬৫ এইচএসসি পরীক্ষার্থীর ফল পরিবর্তন


১৬ আগস্ট ২০১৯ ১১:৫২ | আপডেট: ১৬ আগস্ট ২০১৯ ১২:৩০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পুনঃনিরীক্ষণের পর এইচএসসি পরীক্ষার ফলাফলে পরিবর্তন এসেছে। পুণঃনিরীক্ষণে আরও ৪৭ জন পাশ করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ২৪ জন পরীক্ষার্থী।

উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর শুক্রবার (১৬ আগস্ট) চট্টগ্রাম শিক্ষাবোর্ড এই ফলাফল ঘোষণা করেছে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান সারাবাংলাকে জানান, ৩৬৫ জন পরীক্ষার্থীর ফল পুনঃনিরীক্ষণের আবেদন যাচাই-বাছাইয়ের পর ৩৪৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ২১ জন পুনঃনিরীক্ষণের পরও ফেল করেছেন। ফেল থেকে পাশ করেছে ৪৭ জন। সর্বমোট গ্রেড পরিবর্তন হয়েছে ২৯৭ জন পরীক্ষার্থীর।

গত ১৭ জুলাই সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর চট্টগ্রাম বোর্ডে পাশের হার ছিল ৬২ দশমিক ১৯ শতাংশ।

পরীক্ষার ফলাফল প্রকাশের পর ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী মোট ৫৪ হাজার ২৭৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন।

এই বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৮৬০ জন। পুনঃনিরীক্ষণের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৪ জন।

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী টপ নিউজ ফল পরিবর্তন ফল পুনঃনিরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর