Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে পিকনিকের বাস উল্টে স্কুলছাত্রের মৃত্যু


১৬ আগস্ট ২০১৯ ১০:১৯ | আপডেট: ১৬ আগস্ট ২০১৯ ১০:৩৬

রাজবাড়ী: রাজবাড়ীতে পিকনিকের বাস উল্টে মো. শামীম (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে জেলার কালুখালী উপজেলার দূর্গাপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহত শামীম মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামের মো. সফির ছেলে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণির ছাত্র ছিলো।

পাংশা হাইওয়ে থানার ওসি সারাবাংলাকে জানান, পিকনিকের বাসটি বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে পিকনিক শেষে মেহেরপুর ফিরছিল। রাত ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দূর্গাপুর এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এ সময় শামীম বাসের জানালা দিয়ে লাফ দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বাসের আরও চার যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীমের মরদেহ উদ্ধার করে।

আহদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একজনের মৃত্যু পিকনিকের বাস দুর্ঘটনা রাজবাড়ীতে দুর্ঘটনা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর