Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোক দিবসে মহিলা আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী


১৬ আগস্ট ২০১৯ ০১:০৫ | আপডেট: ১৬ আগস্ট ২০১৯ ০১:৪৮

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বাদ আসর এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও অন্যান্য শহিদের আত্মার শান্তি কামনায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এই মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে।

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন। এ সময় পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয় স্বজনেরা প্রধানমন্ত্রীর সঙ্গে মিলাদে যোগ দেন।

শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও এডভোকেট সাহারা খাতুন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা ও মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের নেতা-কর্মীরা।

বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের অন্যান্য শহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়।

আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা আওয়ামী লীগ সায়মা ওয়াজেদ হোসেন