Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় শোক দিবসে বিএসএমএমইউ-র বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা


১৬ আগস্ট ২০১৯ ০০:২৮

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে রোগীদের।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বহির্বিভাগে এই চিকিৎসাসেবা দেওয়া হয়। সকাল ৯টা এই চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এই বছরেও বহির্বিভাগে বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। হাসপাতালটির বিভিন্ন বিভাগে এবার ৩ হাজার ৫২৩ রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে মেডিসিন বিভাগ ও শিশু বিভাগে ১ হাজার ৯১২ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়াও হাসপাতালটির দন্ত বিভাগ এবং সার্জারি বিভাগে যথাক্রমে ২০৬ জন এবং ১ হাজার ৪০৫ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয় বিনামূল্যে।

জাতীয় শোক দিবস উপলক্ষে এই সেবাদান কর্মসূচিতে অংশ নেন ৫০০ জনের একটি দল। এর মধ্যে ৫৩ জন অধ্যাপক, ৪৯ জন সহযোগী অধ্যাপক ও ২৪ জন সহকারি অধ্যাপক। এছাড়াও ছিলেন ১১ জন কনসালট্যান্ট, ১২৫ জন মেডিক্যাল কর্মকর্তা ও আবাসিক চিকিৎসক। ৫৫ জন নার্স, পাঁচজন টেকনোলজিস্ট সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও অংশ নেন এই কর্মসূচিতে।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ, ভাইরোলজি বিভাগ, কার্ডিওলজি বিভাগ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ, বায়োকেমিস্ট্রি বিভাগে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয় বিনামূল্যে।

বিজ্ঞাপন

এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও বিএসএমএমইউ’র পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের কবর এবং ১৫ আগস্ট শাহাদাৎবরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় সেখানে পুষ্পস্তবক অর্পণসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজত করা হয়।

দিবসটি উপলক্ষে বিএসএমএমইউ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়াও ক্যাম্পাসে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোকচিত্র প্রদর্শনী এবং বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরানখানি, মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সারাবাংলা/এসবি

জাতীয় শোক দিবস বিএসএমএমইউ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর