Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় নিখোঁজের দুইদিন পর মরদেহ উদ্ধার


১৫ আগস্ট ২০১৯ ১৯:১৫ | আপডেট: ১৫ আগস্ট ২০১৯ ২০:৩৯

নওগাঁ: নওগাঁয় নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে সাইফুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে নওগাঁ জেলার রাণীনগরে বাঁশবাড়িয়ার পৌতাপাড়া মুক্তিযোদ্ধা সেতুর পাশের পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। রাণীনগর থানার এসআই শহিদুল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত সাইফুল ইসলাম উপজেলার পৌতাপাড়া গ্রামের মৃত এলাহী আকন্দের ছেলে।

রাণীনগর থানার এসআই শহিদুল ইসলাম সারাবাংলাকে জানান, সাইফুল ইসলাম গত মঙ্গলবার বিকেলে স্থানীয় বাজারে ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়িতে ফিরে আসেনি সে। বাড়ির লোকজন অনেক খোঁজাখুজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ বিকেলে হঠাৎ করেই পুকুরপারে তার স্যান্ডেল পরে থাকতে দেখা যায়। এরপর পানিতে খুঁজে একপর্যায়ে মরদেহের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁয় মরদেহ উদ্ধার নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর