ময়মনসিংহে সিএনজি-বাস সংঘর্ষে ২ জনের মৃত্যু
১৫ আগস্ট ২০১৯ ১৯:০২
ময়মনসিংহ: ময়মনসিংহে সিএনজি অটোরিক্সা ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহের ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের ফুলপুরের ইমাদপুর মোদক বাড়ি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় মৃতরা হলেন- শেরপুরের কালিবাড়ী চেঙ্গুরিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে জায়েদ (৬) এবং ময়মনসিংহের শম্ভুগঞ্জের সিরাজ (৪৫)। আহতরা হলেন- তামান্না (২৬), বেগম (৩৫) ও মালেকা (৩০)।
স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে ওসি ইমারত হোসেন সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের বাস ও শেরপুরগামী সিএনজি অটোরিক্সার মধ্যে ফুলপুরের ইমাদপুর মোদকবাড়ির সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি তৎক্ষণাৎ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু জায়েদের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহত তিনজন বাস ও অটোরিক্সার সংঘর্ষ শিশুসহ দুইজনের মৃত্যু সড়ক দুর্ঘটনা