Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তিতে মেয়র হাছিনা গাজীর শ্রদ্ধা


১৫ আগস্ট ২০১৯ ১৬:৫৬

নারায়ণগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তিতে শ্রদ্ধা জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তি‌নি।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তিতে শ্রদ্ধা নিবেদনের পর আলোচনা সভা, কোরআনখা‌নি ও মিলাদ মাহ‌ফিলে যোগ দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।

এ সময় মেয়র হাছিনা গাজী প্রধান অতি‌থির বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকারীরা ছিল একাত্তরের পরাজিত শক্তি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকারকেও হত্যা করা হয়েছিল। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে উনার পিতার মত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। উনার নেতৃত্বে দেশ আবার এগিয়ে যাচ্ছে ও উন্নত হচ্ছে।’

তি‌নি আরও বলেন, ‘১৫ আগস্ট বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা। সেই সর্বনাশা রাতে তারা হারান বাবা, মা, ভাই ও নিকটাত্মীয়দের। এই অশেষ শোককে শক্তিতে রূপান্তর করে পিতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে নিরন্তর কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের আগে‌ই বাংলা‌দেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলায় প‌রিণত হবে। এজন্য সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।’

‌মেয়র হাছিনা গাজী বলেন, ‘খুনি চক্র শেখ হাসিনাকে বারবার হত্যার টার্গেট করছে। অন্তত ১৬ দফায় তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। প্রতিবারই মহান আল্লাহ তাকে বাঁচিয়েছেন। এখন তিনি জনতার শক্তি নিয়ে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করছেন।’

বিজ্ঞাপন

এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার কাউন্সিলর আমির হোসেন, র‌ফিকুল ইসলাম ম‌নির, রাসেল সিকদার, আসমা বেগম, লায়লা পারভীন ও জোসনা বেগমসহ অনেকে। বক্তব্য শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

সারাবাংলা/ওএম

১৫ আগস্ট শোক দিবস তারাবো মেয়র হাছিনা গাজী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর