Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু


১৫ আগস্ট ২০১৯ ১৩:১২ | আপডেট: ১৫ আগস্ট ২০১৯ ২১:৩৫

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওপাড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ৩২ জন। এদের মধ্যে ১৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের নওপাড়ায় তুহিন পরিবহনের একটি বাসের সঙ্গে লোকাল বাসের সংঘর্ষ এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লোকাল বাসটির চালক নগরকান্দা উপজেলার রওশন ফকির (৩৫) ও যাত্রী রাজবাড়ী সদরের মীরা কুন্ডু (৬০)। অপর জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বরিশাল থেকে সৈয়দপুরগামী তুহিন পরিবহনের সঙ্গে ফরিদপুর থেকে টেকেরহাটগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক রওশন ও যাত্রী মীরা কুন্ডুর মৃত্যু হয়। আহত ৩২ জনের মধ্যে ১৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে অজ্ঞাত পরিচয় একজনের মৃত্যু হয়। বাকিদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

বাসের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর