লালবাগের আগুন নিয়ন্ত্রণে, হতাহতের খবর পাওয়া যায়নি
১৫ আগস্ট ২০১৯ ০০:৫২ | আপডেট: ১৫ আগস্ট ২০১৯ ০৯:১৭
ঢাকা: রাজধানীর পোস্তার চাঁদনিঘাট এলাকায় প্লাস্টিক কারখানার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। কারখানাটি বন্ধ থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। তবে ঘটনাস্থলে অন্য কোনো স্থানে আগুন আছে কিনা তার খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেবাশীষ বর্ধন।
তিনি বলেন, রাত ১২ টা ২৫ মিনিটে ১৬ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত শেষে প্রতিবেদন দেবে। প্রতিবেদনে উঠে আসবে আসলে কি ঘটেছে। সরু রাস্তা হওয়ায় আগুন নেভাতে সময় লেগেছে।
এর আগে বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাসেল শিকদার আগুন নিয়ন্ত্রণের খবর সারাবাংলাকে নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, প্রথমে আগুন দেখা যায় প্লাস্টিক কারখানায়। পরে ধীরে ধীরে অন্য কারখানায় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের যারা আগুন নেভাতে কাজ করছিলেন তারা জানান, ঘটনাস্থলে যাওয়ার পথটি সরু হওয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা সহজে ভেতরে ঢুকতে পারছিলেন না।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ফায়ারের কর্মীরা বেশ ঝুঁকি নিয়েই কাজ করছেন। যতটা সম্ভব কাছাকাছি অবস্থানে গিয়ে পাইপ টেনে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।