Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চামড়া রফতানির সিদ্ধান্ত ট্যানারি শিল্পকে ধ্বংস করার জন্য: রিজভী


১৪ আগস্ট ২০১৯ ১৯:৪৮ | আপডেট: ১৪ আগস্ট ২০১৯ ১৯:৪৯

ঢাকা: চামড়া রফতানির সিদ্ধান্ত বাংলাদেশের ট্যানারি শিল্পকে ধ্বংস করে দেবে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে যখন দেশের মানুষ ক্ষোভে দুঃখে চামড়া মাটিতে পুঁতে ফেলল, ঠিক তখনি পানির দরে কেনা কাঁচা চামড়া রফতানির ঘোষণা দিল ‘অন্ধকারের’ সরকার।’

বিএনপির এ নেতা বলেন, ‘ঈদ উপলক্ষে সরকারি ছুটি চলছে। অফিস, আদালত সব বন্ধ। এই সময় হঠাৎ গতকাল রাতের অন্ধকারে কাঁচা চামড়া রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা করল সরকার। গরিব, মিসকিন, এতিমদের হক মারার পর কার স্বার্থোদ্ধারে, কেন এই তড়িঘড়ি করে রফতানির ঘোষণা দেওয়া হলো, তা দেশের মানুষ জানতে চায়।’

সাধারণ জনগণের কাছ থেকে কম টাকায় চামড়া কিনে এতিম মিসকিনদের পেটে লাথি মারা হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, ‘কাঁচা চামড়া বিদেশে রফতানির সুযোগ দিয়ে বাংলাদেশের ট্যানারি শিল্পকেও ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হলো। এই চামড়াই আবার দেখা যাবে অন্য দেশ থেকে আমদানি করা হবে চড়ামুল্যে। কাঁচা চামড়া রফতানি হলে শতভাগ দেশীয় শিল্প অস্তিত্ব সংকটে পড়বে এবং এই শিল্পে হাজার হাজার কোঢি টাকার বিনিয়োগ ঝুঁকির সম্মুখীন হবে।’

চামড়ার কম দাম পুর্ব পরিকল্পিত এবং সিন্ডিকেটের কারসাজি বলে অভিযোগ করে তিনি বলেন, ‘ধানের ন্যায্য মূল্য পেয়ে কৃষকরা যখন ধানক্ষেতে আগুন ধরিয়ে দিয়েছিলো, ঠিক তখনই বিদেশ থেকে আমদানিকৃত ট্রাক বোঝাই চালের দৃশ্য দেখতে হয়েছিলো। কোরবানি পশুর চামড়ার ন্যায্য মূল্য না পেয়ে যখন দেশের মানুষ চামড়া মাটিতে পুঁতে দিল, ঠিক তখনই পানির দরে কেনা কাঁচা চামড়া রফতানির ঘোষণা দেওয়া হলো।’

বিজ্ঞাপন

‘যেমন করে ধান পুড়িয়ে অন্য দেশ থেকে আনা চাল খেতে হয়েছে, ঠিক তেমনি করেই চামড়াশিল্প ধ্বংস করে প্রতিবেশী দেশে রফতানি করতে হচ্ছে। ঠকছে কৃষক, ঠকছে এতিম-গরীব-মিসকিন। জিতছে লুটেরা, জিতছে সিন্ডিকেটরা। ক্ষতিগ্রস্ত হবে এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অনেক লোক। বেকার হয়ে পড়বে এর সঙ্গে জড়িতে বিপুল সংখ্যক মানুষ’— বলেন রুহুল কবির রিজভী।

চামড়া চামড়া রফতানি চামড়া শিল্প ট্যানারি মালিক বিএনপি রিজভী রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর