পঙ্গু হাসপাতালে প্রস্তুত ডেঙ্গু ইউনিট
১৪ আগস্ট ২০১৯ ১৮:৫০ | আপডেট: ১৫ আগস্ট ২০১৯ ০৯:২০
ঢাকা: ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বা পঙ্গু হাসপাতালে চালু হয়েছে ৬৫ বেডের নতুন ডেঙ্গু ইউনিট। ১০ আগস্ট হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় এই ইউনিট চালু হয়।
বুধবার (১৪ আগস্ট) সরেজমিনে জানা যায়, হাসপাতালটির ডেঙ্গু ইউনিটে মোট ৮ জন রোগী ভর্তি ছিলেন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে দুইজন এরইমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। রাজধানীর অন্যান্য হাসপাতালে যখন রোগীদের স্থান সংকুলান করতে হিমশিম খাচ্ছে তখন এই হাসপাতালে দেখা যায় অনেক বেডই ফাঁকা।
হাসপাতালে রোগীর সংখ্যা কম কেন এমন প্রশ্নের জবাবে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আমাদের হাসপাতালে নতুনভাবে এই ইউনিট চালু করা হয়েছে। অনেকে হয়ত জানেন না এখানে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি।’
ঈদের ছুটিতেও রোগীদের সেবা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এরইমধ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। হাসপাতালের জরুরি বিভাগ ও আন্তঃবিভাগ ২৪ ঘণ্টায় খোলা রাখা হয়েছে। বিএসএমএমইউ এর ২০ জন চিকিৎসককে স্বাস্থ্য অধিদফতর এই হাসপাতালে দায়িত্ব পালন করতে বলেছেন। উনারা আসছেন।’
হাসপাতালে চিকিৎসা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীরা এখানে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা পাবেন। এনএস১ পজেটিভ পাওয়া গেলে অন্যান্য উপসর্গ দেখে রোগীকে ভর্তি নেওয়া হবে। পাশাপাশি কোনো গুরুতর রোগী থাকলে বা আইসিইউ এর প্রয়োজন হলে অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে।’
হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. অনন্ত কুমার ভট্ট বলেন, ‘এখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থাও নেওয়া হয়েছে।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য মশারি, বেডসহ প্রয়োজনীয় সকল কিছুর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও ওষুধপত্র বিনামূল্যে দেওয়া হবে।’
উল্লেখ্য, সরকারের বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর), শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, মহাখালিস্থ শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।