Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে ২ শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১


১৪ আগস্ট ২০১৯ ১৮:৪৩

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলায় ৭ ও ৮ বছর বয়সী দুটি শিশুকে ধর্ষণের অভিযোগে রুবেল মিয়া (১৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে।

কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজু সরকার জানান, গতরাতে স্থানীয় একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। এসময় ওই এলাকায় বখাটে হিসেবে পরিচিত রুবেল মিয়া ঐ শিশু দুটিকে ফুসলিয়ে নির্জন একটি বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে ওই দুটি শিশুকে খুঁজতে তাদের সমবয়সীরা বাড়িটির পাশে গেলে একটি বন্ধ ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। তারা দ্রুত অভিভাবকদের বিষয়টি জানায়।

খবর পেয়ে অভিভাবকরা ওই বাড়িতে গিয়ে অনেকটা অপ্রকৃতস্থ অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করেন ও রুবেল মিয়াকে আটক করে পুলিশে খবর দেন।

পরিদর্শক আরও জানান, শিশু দুটির ডাক্তারি পরীক্ষার জন্য তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই এক শিশুর মা বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় আটক রুবেলকে গ্রেফতার দেখানো হয়।

প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ধর্ষণ শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর