ছাদে এডিসের লার্ভা, গুলশানে বাড়ির মালিককে ২ লাখ টাকা জরিমানা
১৪ আগস্ট ২০১৯ ১৮:১০ | আপডেট: ১৫ আগস্ট ২০১৯ ০৯:২৪
ঢাকা: বাড়ির ছাদ নোংরা থাকায় ও সেখানে এডিস মশার লার্ভা পাওয়া গুলশান-২ এর একটি বাড়ির দুই মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে গুলশান-২ এর ৪৪ নং রোডের প্লট নং এন ডাব্লিউ বি ২৮(১১৯) নম্বর বাড়ির ছাদে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাবাংলাকে বলেন, বাড়িটির ছাদে প্রচুর পরিমাণে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। গোটা ছাদটির পরিবেশই এডিস মশার বংশবিস্তারের অনুকূল। অভিযানে গিয়ে দেখা যায় ছাদটি অত্যন্ত নোংরা। সেখানে পানি জমে থাকা প্রচুর মাটির পাত্র, ছাদে এবং ড্রেনে জমে থাকা পানি, আগাছার জঙ্গল, পরিত্যক্ত খোলা টিন, কমোড ইত্যাদি পাওয়া গেছে। এসব স্থানে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
এসব অপরাধে বাড়ির মালিককে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান সাজিদ আনোয়ার। তবে জানা যায় বাড়িটির মালিক দুইজন। এদের একজন ওমর ফারুক এক লাখ টাকা জরিমানা দিয়েছেন। কিন্ত অপর মালিক ওয়াসিম হাওলাদার টাকা পরিশোধ করেননি। তাই তাকে গুলশান থানার মাধ্যমে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
এডিশ মশার লার্ভার বিষয়ে চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট।