Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরী ধর্ষণ মামলার ২ আসামির ‘বন্দুকযুদ্ধে’ মৃত্যু


১৪ আগস্ট ২০১৯ ১৬:৪১

ভোলা: ভোলায় পুলিশের সঙ্গে কথিত ত্রিমুখী বন্দুকযুদ্ধে কিশোরী ধর্ষণ মামলার দুই আসামির মৃত্যু হয়েছে। এরা মাদক বেচাকেনা ও জলদস্যু দলের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি পুলিশের।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, নিহতরা হলেন, সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের কামালের ছেলে মঞ্জু (২৮) ও সৈয়দ আহমদের ছেলে আলামিন (২৫)।

তিনি বলেন, নিহতরা ঈদের আগের দিন রাতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছিলো। এ ঘটনায় থানায় মামলাও হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার ভোররাতের দিকে দুই দল জলদস্যুর মধ্যে গোলাগুলির খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে দস্যুরা গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। ১০ মিনিট ত্রিমুখী গোলাগুলির পর দস্যুরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে।

প্রথমে নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা না গেলেও দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, এরা দুজনেই ধর্ষণ মামলার আসামি।

টপ নিউজ ধর্ষণ মামলার আসামির মৃত্যু বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর