Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ এলাকায় হামলার শিকার ভিপি নুর


১৪ আগস্ট ২০১৯ ১৫:২৪ | আপডেট: ১৫ আগস্ট ২০১৯ ০৫:৪৫

ফাইল ছবি

পটুয়াখালী: পটুয়াখালীতে নিজ এলাকায় হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর। বুধবার বেলা ১১টার দিকে নিজ শহর পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরে হামলার শিকার হন তিনি।

স্থানীয়রা জানান, গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের নিজ বাড়িতে ঈদুল আজহা উদযাপন করেন ভিপি নুর। বুধবার দশমিনা উপজেলার এক অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। উলানিয়া থেকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে কিছু দুষ্কৃতকারী ভিপি নুরের মোটরসাইকেল আটক করে। এ সময় তাকে একটি দোকানে নিয়ে মারধর করা হয়।

বিজ্ঞাপন

 খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা এসে ভিপি নুরকে উদ্ধার করে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গলাচিপা থানার ওসি আকতার হোসেন জানান, কিছুসংখ্যক দুষ্কৃতকারী এ হামলা চালিয়েছে। তাকে গলাচিপা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ভিপি নুরের স্বজনরা এসে তাকে নিয়ে গেছে।

তবে কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে ওসি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বগুড়াসহ কয়েকটি স্থানে ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালায় ছাত্রলীগ। নুর কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা।

কোটা আন্দোলন ডাকসু ভিপি পটুয়াখালী ভিপি নূর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর