Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার চামড়া শিল্পকে ধ্বংসের পাঁয়তারা করছে: মির্জা ফখরুল


১৪ আগস্ট ২০১৯ ১৫:৩২

ঠাকুরগাঁও: চামড়া নিয়ে সরকারের পূর্ব পরিকল্পিত কোনো নিয়মনীতি না থাকার কারণে এই শিল্পে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার চামড়া শিল্পকে ধ্বংসের পাঁয়তারা করছে’।

বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টায় ঠাকুরগাঁও এর তাঁতীপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের এই কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক। মানুষ চামড়ার ন্যায্য দাম না পেয়ে ক্ষোভে-দুঃখে কোরবানির পশুর চামড়া মাটিতে পুতে ফেলছে। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন চামড়া কেনার জন্য ব্যবসায়ীদের ব্যাংক থেকে ঋণ দেয়া হয়েছিল। দেশের চামড়া শিল্পকে বাঁচিয়ে রাখতেই বিএনপি সরকার এই উদ্যোগ নিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ নির্বাচিত সরকার নয় বলে জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা শুধু নিজের আখের গোছাতে ব্যস্ত আছে।’

চামড়া শিল্পে সিন্ডিকেট চলছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, ‘দেশের মৌসুমি চামড়া ব্যবসায়ীরা আজ সর্বস্বান্ত। এদিকে দুর্নীতির কারণে ব্যাংক সেক্টরও হাবুডুবু খাচ্ছে। ব্যাংকে টাকা রেখে মানুষ টাকা তুলতে গেলে সেই টাকা পায় না। আওয়ামী লীগের উপদেষ্টা, মন্ত্রীরা ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে আর পরিশোধ করছেন না। ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে।’

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের করা এক মন্তব্যের প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া এমন কিছু করেননি যে তাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি কোনো অন্যায়-অপরাধ করেননি। নিছক রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সরকার ক্ষমতার জোরে তাকে বন্দী করে রেখেছে।

বিজ্ঞাপন

 

খালেদা জিয়ার মুক্তি টপ নিউজ ঠাকুরগাঁও এ মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার চামড়া শিল্প ধংসের পাঁয়তারা করছে

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর