ছবিতে ৮০-র দশকের চীন
১৪ আগস্ট ২০১৯ ১৫:৩৫ | আপডেট: ১৪ আগস্ট ২০১৯ ১৫:৩৭
বহির্বিশ্বের সঙ্গে চীনের যোগাযোগ পাকাপোক্ত হয় সেসময়। একইসঙ্গে বেগবান হতে থাকে অর্থনীতির চাকা। দীর্ঘদিন ধরে চীনে অবস্থান করেন ব্রিটিশ আলোকচিত্রী আড্রিনা ব্রাডশো। ৮০-র দশকে চীনের জীবনযাত্রার প্রতিদিনের পরিবর্তনের চিত্র তিনি তুলে এনেছিলেন ক্যামেরায়। তার ছবির বই ‘দ্য ডোর ওপেন্ড: ১৯৮০’র চীন’ ব্যাপক সাড়া ফেলতে সক্ষম। সংবাদমাধ্যম বিবিসি আড্রিনা ব্রাডশোর তোলা কিছু ছবি ছাপিয়েছে।
স্লোগানে লেখা হচ্ছে, ‘মাও জেডং এর মতাদর্শ দীর্ঘজীবী হউক। ১৯৮৫ সালে বেইজিং থেকে ছবিটি তোলা। সমালোচকরা বলেন এটি প্রোপাগাণ্ডার অংশ।
সাইকেলে দুই বালকের হাসির মুহূর্ত। ১৯৮৫ সালে সাংহাই থেকে তোলা।
আড্রিনা ব্রাডশো বলেন, বিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর ছবি তোলা ছিল তার পরম সৌভাগ্য। বেইজিং থেকে ১৯৮৫ সালে তোলা হয়েছে।
ধারণা করা হয়, অর্থনৈতিক পুনঃসংস্কারের পর এটাই চীনের প্রথম ফ্যাশন শো। ১৯৮৫ বেইজিং ম্যাক্সিমের আয়োজনের ছবি।
সাংহাইতে গড়ে উঠছে বহুতল অট্টালিকা, ১৯৮৭।
কে জানে এখানের কোনো একটি শিশু হয়তো মহাকাশে চক্কর খাচ্ছে। সাংহাই ১৯৮৫।
বহনযোগ্য মিউজিক প্লেয়ার জনপ্রিয় হচ্ছিল এই সময়টায়। সাংহাই ১৯৮৫।
১৯৮৬ সালে হেফেই’র একটি খুচরা মার্কেট।
১৯৮৫ সালে দ্য লাস্ট ইমপেরর ছবির শ্যুটিং হচ্ছে।