Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক, কমছে চাপ


১৪ আগস্ট ২০১৯ ১৩:০৩

মুন্সীগঞ্জ: শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। ফলে সকাল থেকেই কমতে শুরু করেছে  যাত্রীচাপ।

বুধবার (১৪ আগস্ট) শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকাল ৭টা থেকে ১০টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে ছোট-বড় যানবাহনগুলো।

সরেজমিনে দেখা গেছে, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় প্রায় অর্ধশত যাত্রীবাহী বড় বাস ও দুই শতাশিক ছোট যানবাহন ও তিন শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। এছাড়া সকাল থেকে লঞ্চ চালু থাকায় যাত্রীরা নির্বিঘ্নে পারাপার হতে পারছেন।এর আগে, গতকাল সকাল ৯টা থেকে স্পিডবোট চলাচল ২৫ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল ১০টা থেকে পুনরায় স্পিডবোট চলাচল শুরু হয়েছে। তবে বৃষ্টির কারণে কিছুটা ব্যহত হচ্ছে স্পিডবোট চলাচল।

শিমুলিয়া বিআইডব্লিউটিএ ট্রাফিক পরিদর্শক মো. সোলাইমান সারাবাংলাকে জানান, নদীতে ঢেউ নেই, আবহাওয়াও অনুকূলে। তাই সকাল থেকেই লঞ্চ দিয়ে যাত্রী পারাপারে কোনো সমস্যা হয়নি। দুপুরের আগেই কমতে শুরু করেছে যাত্রীচাপ।

শিমুলিয়া বিআইডব্লিউটিসি সহকারি ব্যবস্থাপক প্রফুল্য বাবু সারাবাংলাকে জানান, ফেরি চলাচলের কারণে রাতেই অনেক গাড়ি পার হতে পেরেছে। আজ সকাল ৭টা থেকে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়েছে। দুপুরের আগেই যাত্রীচাপ অনেকটা কমে এসেছে। আবহাওয়া এমন থাকলে বিকেলের মধ্যে ঘাটে আর কোনো চাপই থাকবে না।

আবহাওয়া অনুকূলে কমেছে যাত্রীচাপ ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর