Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিডনিতে ছুরি হামলা, নারীর মৃতদেহ উদ্ধার (ছবি)


১৩ আগস্ট ২০১৯ ১৯:৫০ | আপডেট: ১৩ আগস্ট ২০১৯ ১৯:৫৭

অস্ট্রেলিয়ার সিডনিতে ছুরি হামলা হয়েছে। পুলিশ আটক করেছে হামলাকারী যুবককে। এক নারী হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া উদ্ধার করা হয়েছে আরও এক নারীর মরদেহ। ধারণা করা হচ্ছে তিনিও ছুরি হামলার শিকার। মঙ্গলবার (১৩ আগস্ট) সিডনির ব্যস্ততম সড়কে ওই যুবক হামলা চালায় বলে দ্য সানের খবরে বলা হয়।

প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, এক যুবক ছুরি উঁচিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। দৌড়ে পালাচ্ছেন পথচারীরা। তবে কেউ কেউ হামলাকারী যুবককে থামাতে চেষ্টা করছেন। সে আল্লাহু-আকবর বলছিল। চিৎকার করছিল  ‘আমার মুখে গুলি কর’। কখনও কখনও গাড়িতে উঠে চড়েছিল।

পরবর্তীতে ঘটনার প্রত্যক্ষদর্শীরা তাকে থামাতে সক্ষম হয়। মুখে চেয়ার আর খাঁচা ফেলে তাকে করা হয় নিষ্ক্রিয়। পরবর্তীতে পুলিশ এসে তাকে ভ্যানে করে নিয়ে যায় তখনও সে ছিল ক্ষুব্ধ।

এই ঘটনার কিছু দূরে নারীর মৃতদেহ পাওয়া যায়। পুলিশ বলছে দুটি ঘটনা সম্পর্কযুক্ত। গণমাধ্যমে ওই নারীর নাম মার্ট নেয়া বলা হচ্ছে।

অস্ট্রেলিয়া ছুরি হামলা সিডনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর