Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের নয় পরামর্শ


১৩ আগস্ট ২০১৯ ১৮:০৯ | আপডেট: ১৪ আগস্ট ২০১৯ ০৮:৫৭

ঢাকা: ঈদুল আজহার ছুটির পরে ডেঙ্গু মোকাবিলায় রাজধানীবাসীকে নয়টি পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তারা বলছেন, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে অনেকেই ঢাকার বাইরে গেছেন, বাড়ি-ঘর ফাঁকা পড়ে আছে। ঢাকায় ফেরার পরে নিজেদের সুস্থতা নিশ্চিত করতে কিছু কাজ করা দরকার।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নিয়মিত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য অধিদফতর কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার সারাবাংলাকে বলেন, আমরা আশা করি, সবাই সুস্থ অবস্থায় ঢাকায় ফিরে আসবেন। এসে অসুস্থ হয়ে পড়বেন না— তাই এই পরামর্শ দেওয়া হয়েছে।

যাদের বাড়িতে ইনসেক্টিসাইড স্প্রে আছে

একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঘরের মূল দরজা খুলে ঘরে ঢুকবেন এবং দরজা জানালা বন্ধ অবস্থায় ঘরের আনাচে কানাচে, পর্দার পেছনে ও খাটের নিচে স্প্রে করবেন; এরপর ঘরের বাইরে গিয়ে আধাঘণ্টা অপেক্ষা করবেন; শিশু, বৃদ্ধ এবং গর্ভবতী নারীদের এ সময় ঘরে ঢুকতে দেবেন না; আধাঘণ্টা পরে আবার ঘরে ঢুকে দরজা-জানালা সব খুলে দেবেন; কমোড ফ্ল্যাস করবেন, ট্যাপ ছেড়ে দেবেন।

যাদের বাড়িতে ইনসেক্টিসাইড স্প্রে নেই

সবাই একসঙ্গে ঘরে না ঢুকে প্রথমে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি সব দরজা-জানালা খুলে দেবেন; সব ঘরের সিলিং ফ্যান ছেড়ে দেবেন; কমোড ফ্ল্যাস করবেন, ট্যাপ ছেড়ে দেবেন; এর পরে পরিবারের বাকি সদস্যরা ঘরে ঢুকবে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, এমআইএস পরিচালক ডা. সমীর কান্তি সরকার, হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগের লাইন ডিরেক্টর ডা. সত্যকাম চক্রবর্তী, এমএনসিএএইচ লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক, স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইন ডিরেক্টর ডা. মো. এহসানুল করিম, স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তারসহ অন্যরা।

বিজ্ঞাপন

ডেঙ্গু স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর