Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষেধ: ডিএমপি


১৩ আগস্ট ২০১৯ ১৭:১৭ | আপডেট: ১৩ আগস্ট ২০১৯ ২৩:৩০

ঢাকা: অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এই নিষেধাজ্ঞার কথা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার বলেন, ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিনোদনের জন্য বা ছবি ধারণের জন্য বা অজ্ঞাত কারণে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন করে থাকেন। যে কোনো ধরনের ড্রোন উড্ডয়নের জন্য অনুমতি দেওয়ার বিষয়টি সিভিল এভিয়েশন অব বাংলাদেশের এখতিয়ারভুক্ত। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন দণ্ডনীয় অপরাধ। তাছাড়া অননুমোদিত ড্রোন উড্ডয়ন জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করাসহ জনমনে ভীতির সঞ্চার করতে পারে।’

বিজ্ঞাপন

এ অবস্থায় ‘জননিরাপত্তা অক্ষুণ্ন’ রাখার লক্ষ্যে ঢাকা মহানগরীতে বিনা অনুমতিতে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। অনুমতি ছাড়া ড্রোন না ওড়াতে সবাইকে অনুরোধ করা হলো।

ডিএমপি ড্রোন ড্রোন ওড়ানো