Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু


১৩ আগস্ট ২০১৯ ১৪:০১ | আপডেট: ১৪ আগস্ট ২০১৯ ০৯:০৪

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পরশ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পরশ কমলনগর উপজেলার চরজাঙ্গালীয়ার দাসপাড়া এলাকার কামরুজ্জামানের ছেলে।

সোমবার (১২ আগস্ট) রাতে লক্ষ্মীপুর থেকে নোয়াখালীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মোরশেদ আলম হিরু বিষয়টি নিশ্চিত করেছেন।

পরশের খালু মো. ইব্রাহিম সারাবাংলাকে জানান, শনিবার সকাল থেকে পরশের জ্বর দেখা দেয়। দুইদিনেও জ্বর ভালো না হওয়ায় সোমবার বিকেলে ফেয়ার ডায়াগনস্টিক নামে লক্ষ্মীপুরের একটি প্যাথলজিতে তার ডেঙ্গু পরীক্ষা করানো হয়। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মোরশেদ আলম হিরু। পরে নোয়াখালী নেওয়ার পথে রাত ১০টায় পরশের মৃত্যু হয়।

ডেঙ্গুতে শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু