Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোষিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ হচ্ছে: সাঈদ খোকন


১২ আগস্ট ২০১৯ ১৬:৩৯ | আপডেট: ১২ আগস্ট ২০১৯ ১৬:৪৪

ঢাকা: কোরবানির পশুর প্রথম দিনের বর্জ্য পূর্বঘোষিত ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার (১২) বিকেলে রাজধানীর ধোলাইপাড় এলাকার সাদেক হোসেন খোকা মাঠের কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

ডিএসসিসির মেয়র বলেন, ‘আমাদের এই শহর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সে অনুযায়ী আমরা আগেই বলেছিলাম কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে। তাই আমরা ঘোষিত সময়ের মধ্যেই প্রথম দিনের কোরবানি পশুর সব বর্জ্য অপসারণ করব। ইতোমধ্যে অপসারণ কার্যক্রম শুরু হয়ে গেছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমাদের পুরান ঢাকার রেওয়াজ অনুযায়ী এখানে ঈদের পরের দিন এবং তারপরের দিনও সাধারণত পশু কোরবানি দিয়ে থাকে বাসিন্দারা। তাই আমরা ঘোষণা করছি প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণ করা হবে। আর এরই মধ্য দিয়ে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেবো নগরবাসীকে।

টপ নিউজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর