ভারতে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১৪৭ (ছবি)
১২ আগস্ট ২০১৯ ১৬:৪১
ভারতের বিভিন্ন রাজ্যে লাগাতার বৃষ্টি-বন্যা-ভূমিধসে অন্তত ১৪৭ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে দুর্যোগ কবলিত রাজ্যগুলো হচ্ছে কর্নাটক, কেরালা ও মহারাষ্ট্র। কর্তৃপক্ষের বরাতে ডেইলি মেইলের খবরে রোববার (১১ আগস্ট) এতথ্য জানানো হয়েছে।
বন্য কবলিত এলাকায় যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক অঞ্চলে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। হাজার হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জড়ো হয়েছে।
দক্ষিণাঞ্চলের কেরালা রাজ্যে মারা গেছে অন্তত ৫৭ জন। এছাড়া আশ্রয়ে আছে ১ লাখ ৬৫ হাজার। রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, অনেক বাড়িঘর এখনো ১০-১২ ফুট কাদায় তলিয়ে আছে। তাই উদ্ধারকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া, কেরালায় আবারও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এছাড়া কর্নাটকে মারা গেছে অন্তত ৬০ জন। সেখানে ঐতিহাসিক পুরনো অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ২ লাখ ২৭ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বি এস যোদিপুরা।