Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহ সদর হাসপাতালে ২৪ ডেঙ্গু রোগী


১২ আগস্ট ২০১৯ ১৫:৪০

ঝিনাইদহ: পবিত্র ঈদুল আজহার দিনেও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৪ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে সাতজন নতুন রোগী।

ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অপূর্ব কুমার জানান, ঈদের দিনেও চিকিৎসকরা যথাযথ দায়িত্ব পালন করছেন। সব সময় রোগীদের খোঁজ রাখছেন। বর্তমানে যে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন তাদের কারোরই শরীরের অবস্থা খুব বেশি খারাপ নয়। তাদের বেশি বেশি তরল খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ঈদের পরে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে এমন আশঙ্কা থাকলেও তার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানান এই চিবিৎসক।

হাসপাতালটির একটি সূত্র জানিয়েছে, প্রতিদিনই নতুন নতুন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। তেমনি সুস্থ হয়েও অনেকে বাড়ি ফিরছেন।

ঝিনাইদহ সদর হাসপাতাল ডেঙ্গু রোগী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর