হাসপাতালে খালেদার সঙ্গে সাক্ষাৎ স্বজনদের
১২ আগস্ট ২০১৯ ১৫:৩৭ | আপডেট: ১২ আগস্ট ২০১৯ ১৫:৪২
ঢাকা: বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তাঁর পরিবারের ৬ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়েছেন। এরমধ্যে রয়েছেন খালেদার জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তাঁর দুই মেয়ে, খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার, তাঁর স্ত্রী কানিজ এস্কান্দার এবং তাঁদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান সারাবাংলা’কে জানান, আজ সোমবার (১২ আগস্ট) বেলা একটা ৩০ মিনিটে পরিবারের ৬ জন সদস্য বিএসএমএমইউতে যান। এসময় খালেদা জিয়ার পছন্দের খাবারও সঙ্গে করে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
শায়রুল কবির জানান, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য ১৭ জনের তালিকা দেওয়া হয়েছিল। এর মধ্যে ৬ জন সাক্ষাতের অনুমতি পেয়েছেন।
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি থেকে জেলে আছেন। অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য তাঁকে গত ১ এপ্রিল বিএসএমএমইউতে নেওয়া হয়।