বিক্ষোভের জেরে হংকং বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা
১২ আগস্ট ২০১৯ ১৪:৫১ | আপডেট: ১২ আগস্ট ২০১৯ ১৪:৫৭
টানা চতুর্থ দিনের মতো টার্মিনাল এলাকায় সরকারবিরোধী আন্দোলন চলতে থাকায় হংকং বিমানবন্দরে সকল ফ্লাইট ওঠা-নামা বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
সোমবার ( ১২ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, গণজমায়েতের কারণে বিমানবন্দরের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। তাই চেক ইন করা হয়নি এমন সব ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ। যেসব ফ্লাইট ইতোমধ্যে হংকংয়ের উদ্দেশে রওনা হয়েছে সেগুলোকে অবতরণের অনুমতি দেওয়া হবে।
প্রসঙ্গত, চীনের কাছে বন্দি প্রত্যপর্ণের আইন নিয়ে আন্দোলন করছে হংকংয়ের বাসিন্দার। হংকং প্রশাসন আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওই আইন ‘মৃত’ ঘোষণা করলেও আন্দোলন থামেনি। আন্দোলন থামাতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে।