Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে গরুবাহী ট্রাক খাদে পড়ে ৩ ব্যবসায়ীর মৃত্যু


১২ আগস্ট ২০১৯ ০৯:৫৬ | আপডেট: ১২ আগস্ট ২০১৯ ১২:১০

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৭ জন।

সোমবার (১২ আগস্ট) ভোরে ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফরাফুল ইসলাম জানান, রাজধানীর গাবতলী হাটে গরু বিক্রি শেষে ১১টি গরু নিয়ে কুষ্টিয়া ফিরছিলেন ব্যবসায়ীরা। তাদের বহনকারী ট্রাকটি মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় পৌঁছলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পানিতে পড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই মানোয়ার হোসেন (২৪) ও ওবায়দুর হোসেন (৪২) নামের দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। পরে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করার পর মারা যান ইজাহার (৪৫) নামে আরও একজন।

এ ঘটনায় আহত হন আরও সাতজন। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের বাড়ি কুষ্টিয়া জেলার উজানপুর গ্রামে বলে জানান ওসি।

গরুবাহী ট্রাক ট্রাক উল্টে মৃত্যু মানিকগঞ্জে