Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত


১২ আগস্ট ২০১৯ ০৮:১১ | আপডেট: ১২ আগস্ট ২০১৯ ০৮:৫১

ঢাকা: রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল ৭টায় এ মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। ঈদের প্রথম জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

ঢাকায় কোথায় কখন ঈদের জামাত

নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। এর পর দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি সম্প্রতি দেশজুড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে। এছাড়া যেকোনো বিপদ-আপদ থেকে দেশকে হেফাজতের জন্য প্রার্থনা করা হয়েছে।

সকালে জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করার জন্য বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসেন। আবহাওয়া ভালো থাকায় মসজিদে আসতে মুসল্লিদের কোনো সমস্যা হয়নি।

জাতীয় মসজিদে আরও চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সবশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এরপর দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতী মুহীউদ্দিন কাসেম, তৃতীয় জামাতে জামিয়া শাবইয়্যাহ মালিবাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ও পঞ্চম জামাতে আল আজহার একাডেমির প্রিন্সিপাল ড. মাওলানা আব্দুল কাইয়ূম আযহারী ইমামতি করবেন।

এছাড়া সকাল ৮টায় গুলশান সোসাইটি মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জামাত, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেববাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদে প্রথম জামাত, ফার্মগেটস্থ মসজিদ বায়তুশ শরফ, চিশতিয়া সাইদিয়া দরবার জামে মসজিদ, লক্ষীবাজার নূরানী জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংলগ্ন মাঠ, সায়েদাবাদ আরজুশাহ দরবার শরিফ বড় জামে মসজিদে দ্বিতীয় জামাত, মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স, মগবাজার বিটিসিএল কলোনি জামে মসজিদ, কলাবাগান বশির উদ্দিন রোড জামে মসজিদ, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, আবুজর গিফারী কলেজ মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

আওয়ামী লীগ নেতারা কে কোথায় ঈদ করছেন

বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

 

ঈদুল আজহা ঈদের জামাত টপ নিউজ বায়তুল মোকাররম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর