শাহজালালে ইয়াবাসহ যুবক আটক
১১ আগস্ট ২০১৯ ২৩:১৬ | আপডেট: ১১ আগস্ট ২০১৯ ২৩:২২
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একহাজার ৯১৫ পনের পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার (১১ আগস্ট) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
আলমগীর হোসেন জানান, দুপুর ১টার সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আটক করা হয় আবু সাইদকে। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলো সে। তার সন্দেহজনক চলাফেরা অনুসরণ করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। পরবর্তীতে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে আবু সাইদ তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে জানিয়ে আলমগীর জানান, পরবর্তীতে দেহ তল্লাশি করে এক হাজার ৯১৫ পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ করা ইয়াবার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।