Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের নামাজ শেষে ডেঙ্গু রোগীদের জন্য দোয়া করার অনুরোধ সাঈদ খোকনের


১১ আগস্ট ২০১৯ ১৬:৫৫

ঢাকা: ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে যারা চিকিৎসাধীন আগামীকাল ঈদের নামাজের শেষে তাদের জন্য বিশেষ দোয়া করার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এসময় ডেঙ্গু জ্বরে যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য দোয়া ও মোনাজাত করার কথাও বলেন তিনি।

রোববার (১১ আগস্ট) সকালে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি দেখতে এসে মেয়র এসব কথা বলেন। ডিএসসিসি মেয়র বলেন, ‘ডেঙ্গু আক্রান্তের পরিবার এবং যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সবার জন্য অনেক সমবেদনা রয়েছে। আমরা তাদের জন্য আগামীকাল ঈদের নামাজ শেষে বিশেষ দোয়া করার জন্য ইমাম সাহেবদের কাছে অনুরোধ করবো।’

বিজ্ঞাপন

মেয়র বলেন, ‘ঈদগাহ মাঠে মশার ওষুধ ছিটানো হয়েছে, কাল আবারও ছেটানো হবে। এরই মধ্যে কোরবানির সব প্রস্তুতি শেষ হয়েছে। ঈদের প্রথম দিনের বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।’

জাতীয় ঈদগাহে ঈদের প্রথম জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে জানিয়ে মেয়র খোকন বলেন, ‘তবে আবহাওয়াজনিত কারণে কোনো সমস্যা দেখা দিলে সেটি সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে।’

সাঈদ থোকন জানান, এ বছর কম-বেশি এক লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ৫ হাজার নারীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা আছে। ঈদগাহে একসঙ্গে ১৪০ জন মুসল্লির অজু করার ব্যবস্থা রাখা হয়েছে। ময়দানে বৃষ্টি পানি নিষ্কাশনের সার্বিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থাও করা হয়েছে, মুসল্লিদের নিরাপত্তার জন্য বজ্র প্রতিরোধক দণ্ড বসানো হয়েছে বলেও জানান মেয়র।

ঈদুল আজহা টপ নিউজ ডেঙ্গু মেয়র খোকন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর