Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে ঢাবির আরও এক শিক্ষার্থীর মৃত্যু


১১ আগস্ট ২০১৯ ১৬:২০

ঢাবি প্রতিনিধি: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১১ আগস্ট) দুপুরে তার মৃত্যু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতের নাম মো. রিফাত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ডেঙ্গু আক্রান্ত রিফাত রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন।

গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, ‘রিফাতের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। ঈদের আগের দিন এরকম মৃত্যু খুবই দুঃখজনক। তার গ্রামের বাড়ি গাজীপুরে।

আগে ফিরোজ কবীর নামে আরেক শিক্ষার্থী গত ২৭ জুলাই ফিরোজ কবির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের মাস্টর্সের ছাত্র ছিলেন

টপ নিউজ ডেঙ্গু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর